
সাধারণ মানুষের নিত্য প্রয়োজনে, হাতের কাছে ব্যাংকিং সেবা দিতেই ভিলেজ ডিজিটাল বুথ।
গ্রাম বাংলার প্রান্তিক জন গুষ্ঠি কে অর্থ নীতির মূল ধারার সাথে সংযুক্ত করতে এবং তাঁদের আর্থ সামাজিক জীবন ধারার মান উন্নয়নে, মৌলিক অর্থনৈতিক সম্মক ধারণা দিতে ভিলেজ ডিজিটাল বুথ গুলি হবে লেন দেনের প্রাণ কেন্দ্র। যেখান থেকে মানুষ তার নিত্য প্রয়োজনিয় সমাধান হতে শুরু করে ভবিষ্যতের সঞ্চয়ের নিরাপত্তা পর্যন্ত পাবে।