Send a Message
or Call for Consultation
+8802-8410025
Frequently Asked Questions.
Village Digital Booth হলো আর্থিক পরিসেবা কেন্দ্র।
জয়তুন একটি নিবন্ধিত কোম্পানি যা বাংলাদেশে প্রথম ভিলেজ ডিজিটাল বুথ এর মাধ্যমে আর্থিক সেবা প্রদান করে ।
আর্থিক সেবা প্রদানের জন্য উদ্যোক্তার ব্যাংক হিসাব/হাতে/ওয়ালেটে সব সময় অন্তত ৫.০০ লক্ষ টাকা জমা থাকতে হবে।
টেলিমেডিসিন সেবা প্রদানকারী কর্তৃক নির্ধারিত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শ পাওয়া যায়।
কৃষি ও ক্ষুদ্র ঋণ নেয়া যাবে।
না। জয়তুনের ব্যবসার সাথে সাংঘর্ষিক অথবা জয়তুনের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয় এমন কোন ব্যবসার সাথে উদ্যোক্তা নিজেকে জড়াতে পারবেন না। এমনকি জয়তুন অনুমোদিত সেবাসমুহের বাইরে কোন সেবা জয়তুনের পূর্ব অনুমতি ব্যতিরেকে ভিলেজ ডিজিটাল বুথ হতে প্রদান করা যাবে না।
হ্যাঁ। ভিডিবি থেকে প্রদত্ত প্রতিটি সেবার জন্য জয়তুন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সহজতর ও ক্ষুদ্র ফী প্রদান করতে হয়।
উদ্যোক্তা ভিলেজ ডিজিটাল বুথের আওতাধীন এলাকার মানুষের সহিত সুসম্পর্ক স্থাপন করবেন এবং তা নিয়মিত বজায় রাখবেন। এলাকার মানুষকে জয়তুন কতৃক সরবরাহকৃত প্রশিক্ষণ সামগ্রী/তথ্য ব্যবহার করে আর্থিক সাক্ষরতা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে নিয়মিত উঠান বৈঠক, আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক ভাবে সচেতন করে তুলবেন।
জয়তুন কর্তৃপক্ষ যথাযথ যাচাই-বাছাই এর মাধ্যমে একজন উদ্যোক্তাকে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে সারা জীবনের মতো উদ্যোক্তা নিয়োগ প্রদান করে । এমনকি তার অবর্তমানে তার পরবর্তী প্রজন্ম ওয়ারিশন সূত্রে এর মালিকানা পাবে।