×

ভিলেজ  " ডিজিটাল বুথ " এর  শুভ উদ্বোধনী 


গ্রামে গ্রামে আর্থিক সেবা পৌঁছে দিতে শুরু হলো ‘ভিলেজ ডিজিটাল বুথ' এর পাইলটিং কার্যক্রম। গ্রাম পর্যায়ে জনগণের হাতের মুঠোয় সকল ধরনের সেবা পৌঁছে দেবার লক্ষ্যে এটুআই ও জয়তুন বিজনেস সলিউশনস এর যৌথ উদ্যোগে আজ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট বাজারে বাংলাদেশে প্রথম স্থাপিত এই মডেল বুথটির শুভ উদ্বোধন করা হয়।


গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ভিলেজ ডিজিটাল বুথ থেকে স্মার্ট উপায়ে রেমিট্যান্স, ই-কমার্স, বিভিন্ন ব্যাংকিং সেবা, ব্যক্তিগত ও কৃষি লোন, বীমা (ইন্স্যুরেন্স) সুবিধা এবং টিকেটিং সহ আরো অনেক সেবা প্রদান করা হবে। পরীক্ষামূলকভাবে মুন্সিগঞ্জে ৫টি গ্রামে এবং চট্টগ্রামে ৫টি গ্রামে মোট ১০টি ভিলেজ ডিজিটাল বুথ স্থাপন করা হয়েছে। ২০৩১ সালের মধ্যে দেশের সকল গ্রামে ১টি করে ভিলেজ ডিজিটাল বুথ স্থাপন করা হবে।

  • Client
  • Budget
    N/A
  • Duration
    1 Day

Have Query ?