Skip links

Send a Message

or Call for Consultation
+8802-8410025

 

    By clicking Send a message button, you agree to use our “Form” terms And consent cookie usage in browser.

    Frequently Asked Questions.

    ভিলেজ ডিজিটাল বুথ কি ?

    Village Digital Booth হলো আর্থিক পরিসেবা কেন্দ্র।

    জয়তুন বিজনেস সলিউশন কি ?

    জয়তুন একটি নিবন্ধিত কোম্পানি যা বাংলাদেশে প্রথম ভিলেজ ডিজিটাল বুথ এর মাধ্যমে আর্থিক সেবা প্রদান করে ।

    ভিলেজ ডিজিটাল বুথ চালাতে কত টাকা লাগবে ?

    আর্থিক সেবা প্রদানের জন্য উদ্যোক্তার ব্যাংক হিসাব/হাতে/ওয়ালেটে সব সময় অন্তত ৫.০০ লক্ষ টাকা জমা থাকতে হবে।

    বুথে বসে কি সব ডাক্তারের পরামর্শ পাওয়া যায়?

    টেলিমেডিসিন সেবা প্রদানকারী কর্তৃক নির্ধারিত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের পরামর্শ পাওয়া যায়।

    কোন কোন ঋণ বুথ থেকে নেয়া যায়?

    কৃষি ও ক্ষুদ্র ঋণ নেয়া যাবে।

    অন্য ব্যবসা চালানোর পাশাপাশি ভিলেজ ডিজিটাল বুথের ব্যবসা চালানো যাবে কি ?

    না। জয়তুনের ব্যবসার সাথে সাংঘর্ষিক অথবা জয়তুনের ব্যবসা ক্ষতিগ্রস্থ হয় এমন কোন ব্যবসার সাথে উদ্যোক্তা নিজেকে জড়াতে পারবেন না। এমনকি জয়তুন অনুমোদিত সেবাসমুহের বাইরে কোন সেবা জয়তুনের পূর্ব অনুমতি ব্যতিরেকে ভিলেজ ডিজিটাল বুথ হতে প্রদান করা যাবে না।

    ভিডিবি তে কি সেবা নিতে কোন ফী দেওয়া লাগে?

    হ্যাঁ। ভিডিবি থেকে প্রদত্ত প্রতিটি সেবার জন্য জয়তুন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সহজতর ও ক্ষুদ্র ফী প্রদান করতে হয়।

    ভিলেজ ডিজিটাল বুথের ব্যবসা সম্প্রসারণে একজন উদ্যোক্তার কি করা উচিত ?

    উদ্যোক্তা ভিলেজ ডিজিটাল বুথের আওতাধীন এলাকার মানুষের সহিত সুসম্পর্ক স্থাপন করবেন এবং তা নিয়মিত বজায় রাখবেন। এলাকার মানুষকে জয়তুন কতৃক সরবরাহকৃত প্রশিক্ষণ সামগ্রী/তথ্য ব্যবহার করে আর্থিক সাক্ষরতা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে নিয়মিত উঠান বৈঠক, আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক ভাবে সচেতন করে তুলবেন।

    ভিলেজ ডিজিটাল বুথ এর উদ্যোক্তা কতদিনের জন্য নিয়োগ দেয়া হয়?

    জয়তুন কর্তৃপক্ষ যথাযথ যাচাই-বাছাই এর মাধ্যমে একজন উদ্যোক্তাকে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে সারা জীবনের মতো উদ্যোক্তা নিয়োগ প্রদান করে । এমনকি তার অবর্তমানে তার পরবর্তী প্রজন্ম ওয়ারিশন সূত্রে এর মালিকানা পাবে।

    This website uses cookies to improve your web experience.